জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে বিলাইছড়িতে কৃষি ও সেচ বিষয়ক চারদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২৯ জুলাই) উপজেলা শিল্পকলা একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।
বিলাইছড়ি উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে উপজেলা কৃষি বিভাগ। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
উপজেলা কৃষি ও সেচ কমিটির সভাপতি রবিন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দিন ও জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা।
এতে উপজেলার ২৫ জন কৃষক অংশ নিচ্ছেন।
জয়নিউজ/অসীম/বিলাইছড়ি