মিল্ক ভিটার পাস্তুরিত দুধ উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত।
সোমবার (২৯ জুলাই) মিল্ক ভিটার করা এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান।
মিল্ক ভিটার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক ও ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ (ফরহাদ)।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্ট বিভাগ আদেশ দিয়েছিলেন সব রকম উৎপাদন-বিপণন বন্ধ থাকবে। এই আদেশের বিরুদ্ধে মিল্ক ভিটার পক্ষে আপিল বিভাগে গিয়েছিলাম। এ আদেশের কার্যকারিতা আপিল বিভাগের চেম্বার জজ আদালত ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন। তবে এ আদেশটি শুধুমাত্র মিল্ক ভিটার জন্য প্রযোজ্য হবে।
আদেশের পর মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশের পর আমরা দুধ উৎপাদন ও বাজাজাতকরণ বন্ধ রেখেছিলাম। তবে চেম্বার জজ আদালতের এই আদেশের পর আগামীকাল (মঙ্গলবার) থেকে আবার উৎপাদন, সরবরাহ ও বিপণন শুরু হবে।