ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ৫২

ব্রাজিলের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে চলা পাঁচ ঘণ্টার দাঙ্গায় অন্তত ৫২ জন নিহত হয়েছে।

- Advertisement -

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (২৯ জুলাই) পারা প্রদেশের আলতামিরা কারাগারের একটি ব্লক থেকে প্রতিদ্বন্দ্বী গ্রুপের ব্লকে হামলা চালালে এই দাঙ্গা শুরু হয়। স্থানীয় সময় সকাল ৭টায় নাস্তা সরবরাহের সময় দাঙ্গা শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।

- Advertisement -google news follower

নিহত ১৬ জনের শিরচ্ছেদ করা হয়েছে। অপর এক জানা গেছে, কারাগারের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হলে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অনেকে নিহত হয়। দাঙ্গার সময় কারাগারের দুই কর্মকর্তাকে জিম্মি করা হলেও পরে তারা মুক্তি পেয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম জি১ জানিয়েছে, আলতামিরা কারাগারের ধারণক্ষমতা ২০০ হলেও, দাঙ্গার সময় সেখানে ৩১১ জন বন্দি ছিল। তবে দাঙ্গায় জড়িয়ে পড়া প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর নাম প্রকাশ করেনি দেশটির কর্মকর্তারা।- বিবিসি
জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM