ডেঙ্গুতে ভুগছেন আলমগীর

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা আলমগীর আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। বর্তমানে তিনি আগের তুলনায় সুস্থ আছেন।

- Advertisement -

তাঁর কন্যা কণ্ঠশিল্পী আঁখি আলমগীর: জানান, গত সপ্তাহে বাবা জ্বর অনুভব করায় তাকে স্কয়ারে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) পরীক্ষার মাধ্যমে জানতে পারি তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত। তবে তিনি আগের তুলনায় ভালো আছেন। দু’-একদিনের মধ্যেই বাসায় ফিরবেন বলে আশা করছি।

- Advertisement -google news follower

সামাজিক, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে আলমগীর সফল এক অভিনেতা। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

অভিনয়ের পাশাপশি কণ্ঠশিল্পী হিসেবে ‘আগুনের আলো’ চলচ্চিত্রে তিনি প্রথম কণ্ঠ দেন।

- Advertisement -islamibank

আলমগীর অভিনীত যুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র আমার জন্মভূমি ১৯৭৩ সালে মুক্তি পায়। সর্বশেষ আলমগীরের পরিচালনা ও প্রযোজনায় ২০১৮ সালে মুক্তি পায় ‘একটি সিনেমার গল্প’।

জয়নিউজ/আরএস/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM