স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন বসছে। বর্তমান সরকারের মেয়াদেরও এটি শেষ অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৯ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।
৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্যই এই অধিবেশন ডাকা হয়েছে। অধিবেশন শুরুর আগে বিকাল চারটায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে বিদায়ী অধিবেশনের সময়কাল। বিদায়ী অধিবেশনে ২২টি বিল কার্যতালিকায় রয়েছে। এরমধ্যে ১১টি নতুন বিল রয়েছে। এ অধিবেশনে সড়ক পরিবহন বিলসহ বেশ ক’টি গুরুত্বপূর্ণ বিল পাস হবে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
গত ১২ জুলাই সংসদের ২১তম (বাজেট) অধিবেশন শেষ হয়। ওই অধিবেশন শুরু হয়েছিল ৫ জুন।
জয়নিউজ/আরসি