বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানে ১৫ আগস্ট স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২ আগস্ট) সকালে ইমানুয়েল মেডিকেল সেন্টারের উদ্যোগে এ সেবার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

- Advertisement -google news follower

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শহিদুল এমরান, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা. অংসুই প্রু, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, কাজল কান্তি দাশ ও ইমানুয়েল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান লক্ষ্মীপদ দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ান, সাধ্যমত বিভিন্ন ধরণের সাহায্য সহযোগিতা করেন। এবারের বন্যায়ও তার ব্যতিক্রম হয়নি। ডেঙ্গু রোগ সনাক্তের ক্ষেত্রেও দুর্গমাঞ্চলগুলোতে মানুষের পাশে দাঁড়াবেন আমাদের প্রত্যাশা।

- Advertisement -islamibank

এ সময় মন্ত্রী আরো বলেন, বান্দরবান জেলায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী সনাক্ত হলে তার চিকিৎসার সকল খরচ তিনি বহন করবেন। চিকিৎসার অভাবে যেন কারো প্রাণ না যায়, সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM