বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই অকার্যকর সরকার দেশের সাধারণ মানুষকে পদে পদে মৃত্যুর ফাঁদে ফেলছে। জনগণ আজ বন্যা, সড়ক দুর্ঘটনা, ভেজাল খাদ্য, গণপিটুনি, ধর্ষণ, গলাকাটা ও ক্রসফায়ারে গুলি খেয়ে মৃত্যুর মুখে পড়ছে।
শনিবার (৩ আগস্ট) মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখছিলেন তিনি।
রিজভী বলেন, দেশে ডেঙ্গু আজ মহামারী রূপ নিয়েছে। এটা মোকাবেলার খবর নেই। মানুষ বলছে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার ভয়ে প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করছেন। স্বাস্থ্যমন্ত্রী তাঁর স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন মালয়েশিয়ায়। নিজেরা বাঁচবেন, জনগণ মরুক ডেঙ্গুতে, বন্যায় ভেসে যাক, কোনো পরোয়া নেই প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের।
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ওষুধ ক্রয়ের নামে সরকারের মন্ত্রী ও মেয়ররা জনগণের সঙ্গে নিষ্ঠুর তামাশা শুরু করেছেন, যোগ করেন তিনি।
জয়নিউজ/আরসি