পোশাক কারখানায় ছুটি শুরু ১০ আগস্ট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের পোশাক কারখানার শ্রমিকদের ছুটি শুরু আগামী শনিবার (১০ আগস্ট)। এছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে কারখানা কর্তৃপক্ষ জেনারেল ডিউটি সমন্বয় করতে পারবেন বলে সভায় জানানো হয়।

- Advertisement -

রোববার (৪ আগস্ট) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

সভায় জানানো হয়, টঙ্গী, পুবাইল, বোর্ড বাজার, গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুরের মাওনা, মিরের বাজার ও ভালুকা এলাকার কারখানার শ্রমিকদের ছুটি ১০ আগস্ট থেকে শুরু হবে। ওইসব এলাকার কারখানা শ্রমিকদের ছুটি শনিবার (১৭ আগস্ট) পর্যন্ত থাকবে বলে সভায় জানানো হয়।

এছাড়া আশুলিয়া, কলমা, সাভার, হেমায়েতপুর, ধামরাই, জিরানি বাজার, বিকেএসপি, তুরাগ ও মানিকগঞ্জের এলাকার কারখানার শ্রমিকদের ছুটি শুরু হবে রোববার (১১ আগস্ট) থেকে। ঐসব এলাকার শ্রমিকদের ছুটি শেষ হবে রোববার (১৮ আগস্ট)।

- Advertisement -islamibank

সভায় আরো জানানো হয়, উল্লেখিত তারিখের আগে কোনো কারখানা কর্তৃপক্ষ ইচ্ছা করলে ছুটি দিতে পারবেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM