টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নাগরিকসহ দুইজন নিহত হয়েছে। সোমবার (৫ আগস্ট) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার নাফ নদীর ২নং স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো টেকনাফ হোয়াইক্যং নয়াবাজার সাতঘরিয়াপাড়ার জলিল আহমদের ছেলে দেলোয়ার হোসেন ও কক্সবাজারে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম । এরা মাদক কারবারি বলে ভাষ্য বিজিবির।
টেকনাফ-২ বিজিবি জানায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ২নং নাফ-নদীর স্লুইসগেট এলাকা হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার খবর পায় বিজিবি। ইয়াবা কারবারিরা নৌকায় বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার সময় বিজিবি সদস্যরা ধাওয়া দেয়।
একপর্যায়ে পাচারকারীরা বিজিবির উপর গুলিবর্ষণ করলে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চার বিজিবি সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২০ হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড তাজা কার্তুজ ও দুটি ধারালো কিরিচ।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
জয়নিউজ/আরসি