সাদার্ন ইউনিভার্সিটিতে “ব্যবসায় প্রশাসন ও ইসিই বিভাগের কর্মশালা” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সাদার্ন ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন ও ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)বিভাগের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “পোস্ট সেল্ফ এসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান” শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার ও আজ বুধবার ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

উক্ত দুটি বিভাগের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা । আরও উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড, আ.ন.ম আব্দুল মোক্তাদীর, বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান,আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, চবির শিক্ষক প্রফেসর সালেহ জহুর, প্রফেসর ড. শওকতুল মেহের, ইসিই বিভাগের প্রধান ঋষি রক্ষিত এবং বিভাগের শিক্ষকসহ সেল্ফ এসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ ।

- Advertisement -google news follower

উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, শিক্ষা-গবেষণার মানোন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্দেশ্যে প্রতিটি বিভাগ পোস্ট সেল্ফ এসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান বিষয়ক কর্মশালা আয়োজন করছে। ৮টি বিভাগ সফলভাবে পিয়ার রিভিউ কার্যক্রম শেষ করার পর ভবিষ্যতে করণীয় বিষয়গুলো নির্ধারণ করতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করে। সাদার্ন ইউনিভার্সিটি গবেষণার উপর বেশি গুরুত্ব দিচ্ছে কারণ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে গবেষণার বিকল্প নেই। হেকেপ প্রজেক্টের মাধ্যমে শিক্ষকদের দক্ষতাবৃদ্ধিসহ গবেষণায় অগ্রগতি হচ্ছে। বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে পারলেই ধারাবাহিক কাজের সফলতা আসবে।

দিনব্যাপী কর্মশালায় ব্যবসায় প্রশাসন ও ইসিই বিভাগের বিভিন্ন পরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য ভিত্তিক আলোচনা করেন বিভাগের এসএ কমিটির সদস্যবৃন্দ। তাঁরা পরিকল্পনা বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM