বঙ্গবন্ধুকে নিয়ে চট্টগ্রামের ৩৭টি আবৃত্তি সংগঠনের অংশগ্রহণে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব শেষ হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় উৎসবের সমাপনী কথামালা পর্ব শুরু হয়। সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এবং সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের আয়োজনে নগরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষাবিদ ড. মাহবুবুল হক। এছাড়াও অতিথি ছিলেন পেশাজীবি সমন্বয় পরিষদ চট্টগ্রাম এবং খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সভাপতিমন্ডলীর সদস্য (সিলেট অঞ্চল) মোকাদ্দেস বাবুল, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেন, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সভাপতি খালেদ হেলাল এবং নাট্যজন সুচরিত দাশ খোকন।
কথামালায় সভাপতিত্ব করেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর। এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান মাহফুজ, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের যুগ্ম সম্পাদক আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্র। এ পর্বের সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী সেলিম রেজা সাগর ও মেজবাহ চৌধুরী।
কথামালায় আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় ছিলেন নাট্যজন ও বাচিকশিল্পী সঞ্জিব বড়ুয়া, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী আহসান উল্লাহ তমাল, সিলেট অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী মনির হোসেন, কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী এমদাদ হোসেন কৈশোর, রাজশাহী অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী শরীফ বিল্টু ও উঠোন সাংস্কৃতিক চর্চা কেন্দ্র’র সভাপতি আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু।
এছাড়াও কবির কণ্ঠে কবিতা পাঠ করেন আমন্ত্রিত কবি খালিদ আহসান, অভিক ওসমান, আশীষ সেন, ইউসুফ মোহাম্মদ, উৎপল কান্তি বড়ুয়া, অরুণ শীল ও মনিরুল মনির। এ পর্বের সঞ্চালনায় ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের প্রশিক্ষণ সম্পাদক গৌতম চৌধুরী, মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও মোহাম্মদ সেলিম ভূঁইয়া।
এ উৎসবের যৌথ আয়োজক আবৃত্তি সংগঠনসমূহের পক্ষ থেকে একক ও বৃন্দ পরিবেশনায় নিজ দলের আবৃত্তিশিল্পীরা অংশ নেন।