‘ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নাই’ এই স্লোগানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা পরিষদের আঙ্গিনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জীবন রোঁয়াজা, জেলা পরিষদ সদস্য নির্মুলেন্দু চৌধুরী, জাহেদুল আলম, মংশেইপ্রু চৌধুরী অপু, জুয়েল চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল, শতরূপা চাকমা, নিগার সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন এবং নাজির সাইফুল্লাহ মোহাম্মদসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী।
জয়নিউজ/সবুজআরসি