কাশ্মীর ইস্যুতে ‘সতর্ক’ বিবৃতি সৌদির

কাশ্মীর ইস্যুতে অবশেষে বেশ সতর্ক ও ভারসাম্যপূর্ণভাবে বিবৃতি দিয়েছে সৌদি আরব।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়।

- Advertisement -google news follower

বিবৃতিতে জম্মু-কাশ্মীর উপত্যকায় শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করতে পাকিস্তান ও ভারতের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। একই সঙ্গে জম্মু-কাশ্মীরের মানুষের স্বার্থ বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ভারতীয় সংবিধান থেকে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখছে সৌদি। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় উদ্বিগ্ন সৌদি আরব।

- Advertisement -islamibank

এর আগে কাশ্মীর ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের সহায়তা চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই ইস্যুতে সৌদি যুবরাজকে ফোনও করেছিলেন ইমরান খান। সেই প্রেক্ষিতেই জম্মু-কাশ্মীর উপত্যকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দুদেশের প্রতি আহ্বান জানায় সৌদি আরব।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM