বান্দরবানে বিশ্ব আদিবাসী দিবস পালিত

বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৯ আগস্ট) সকালে পুরাতন রাজবাড়ি মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাস্টার।

- Advertisement -google news follower

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী।

জেলা আদিবাসী উদযাপন কমিটির আহ্বায়ক লেলুং খুমীরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন কমিটির জেলা আহ্বায়ক জোয়াম লিয়ান আমলাই, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, নারী পক্ষ সংগঠনের সদস্য শাহানা বেগম, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ক্যাসামং মারমা।

- Advertisement -islamibank

মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী বলেন, দেশে বসবাসরত পাহাড়িরা প্রতিনিয়ত ভূমি দখল ও নির্যাতনের শিকার হচ্ছে। পাশাপাশি নিজেদের নিজস্ব মাতৃভাষাও আজ সংকটের মধ্যে। বিভিন্ন সংকট ও সমস্যার মধ্য দিয়ে চলা পাহাড়ি জনগোষ্ঠীর ভবিষ্যত আজ হুমকির মুখে। এই সংকট ও সমস্যা থেকে উত্তরণে সরকারের আন্তরিকতা ছাড়া সম্ভব নয়।

এসময় তিনি পার্বত্যাঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM