মিয়ানমারে ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) অতিবৃষ্টির ফলে দেশটির দক্ষিণাঞ্চলে এই ভূমিধসের ঘটনা ঘটে।
দেশটির মোন রাজ্যের পৌর করপোরেশনের কর্মকর্তা থিন লে ওয়ার অং গণমাধ্যমকে বলেন, থাপিও গ্রামে হওয়া এই ভূমিধসে পাঁচজন পুরুষ ও সমসংখ্যক নারীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সরকারি সূত্রে জানা গেছে, অন্যান্য শহরেও বাড়িঘর ও স্কুল প্লাবিত হয়েছে। সামনের দিনগুলোতে আরও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।