হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা হয়েছে ১৩৫ কেজি নতুন মাদক এনপিএস।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, ইথিওপিয়া থেকে এনপিএস’র চালানটি ভারতের জেট এয়ারওয়েজ হয়ে রোববার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় শাহজালালে আসে। জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর দেয়া তথ্যে সোমবার (১০ সেপ্টেম্বর) আটটি কার্টনে আসা ওই চালান জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।
দেখতে চায়ের পাতার মতো এই মাদকের নাম নিউ সাইকোট্রফিক সাবস্ট্যানসেস। সংক্ষপে এনপিএস। মাদকাসক্তদের কাছে এর নাম হচ্ছে ‘খাত’ বা ‘খাট’। এই মাদকের নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। খাতে আসক্তরা মানসিক অশান্তিতে ভোগেন। সামাজিকভাবে নিজেকে নিঃসঙ্গ মনে করেন।
জয়নিউজ/এডি