রাউজানের ডাবুয়ায় সরকারি ব্যান্ডরোল নকল করে তৈরি করা আকিজ বিড়ি ও সিগারেট উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ আগস্ট) সকালে জগন্নাথ হাট এলাকায় মামুন এন্ড সন্স নামের দোকানে অভিযান চালিয়ে এসব নকল বিড়ি ও সিগারেট উদ্ধার করা হয়।
পরে এসব বিড়ি ও সিগারেট ধ্বংস করে দেয় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
আকিজ বিড়ি কোম্পানির ম্যানেজার মো. রফিক জয়নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে ডাবুয়া এলাকার শামশুল আলমের ছেলে মামুন জগন্নাথহাটে নকল আকিজ বিড়ি, সিগারেট ও আকিজ জর্দা তৈরি করে আসছেন।
তিনি আরো বলেন, এ ব্যাপারে আকিজ বিড়ি কোম্পানির কর্মকর্তারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগকে অভিযোগ করলে তিনি পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি, সিগারেট ও জর্দা উদ্ধার করা হয়।
এসময় মামুনের দোকান, গুদাম সিলগালা ও এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।