চীনে সুপার টাইফুন ‘লেকিমা’র আঘাতে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪২ লাখ লোক।
চীনের কেন্দ্রীয় আবহাওয়া স্টেশনের তথ্য অনুযায়ী, ১০ আগস্ট রাত ১০টায় সুপার টাইফুন লেকিমা চীনের চ্য চিয়াং প্রদেশ অতিক্রম করে চিয়াং সু প্রদেশে প্রবেশ করে। পূর্বাভাস অনুযায়ী, ১১ আগস্ট দুপুরে হুয়াং সমুদ্রে পৌঁছাবে এবং রাতে শান তোং প্রদেশে ফের আঘাত হানবে।
এখন পর্যন্ত চ্য চিয়াং প্রদেশে ২৮ জনের মৃত্যুর পাশাপাশি ২০ জন নিখোঁজ রয়েছে।
এদিকে টাইফুন লেকিমায় চীনের সাংহাই, চ্য চিয়াং ও চিয়াং সু প্রদেশে প্রায় ৪২ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ লক্ষাধিক লোককে দুর্গত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। টাইফুনটিতে ১ হাজার ৩৯০ বর্গকিলোমিটার এলাকার শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২৫ হাজার বাসভবন বিধ্বস্ত হয়েছে। এতে সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ইউয়ান।
টাইফুন লেকিমার উদ্ধারকাজে সহায়তায় ৩০ মিলিয়ন ইউয়ান ত্রাণ তহবিল বরাদ্দ করেছে চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ। এই অর্থ উদ্ধার ও দুর্যোগ কবলিতদের পুনর্বাসনে ব্যবহৃত হবে।
জয়নিউজ