বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যেভাবে পাট শিল্প ধ্বংস করা হয়েছে, ঠিক সেভাবেই ধ্বংস করা হচ্ছে বাংলাদেশের চামড়াশিল্প।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, কোরবানির পশুর চামড়ার টাকা গরিব, মিসকিন, এতিমদের হক। বিএনপি সরকারের সময়ে দেশে যে চামড়া কয়েক হাজার টাকায় বিক্রি হতো, এখন তা বিক্রি হচ্ছে দুইশ’-তিনশ’ টাকায়। এক লাখ টাকা দামের গরুর চামড়া বিক্রি হয়েছে ২২৫ টাকায়! সব জিনিসের দাম হু হু করে বাড়লেও কমতে কমতে দশ ভাগের এক ভাগে নেমেছে কাঁচা চামড়ার দাম।
জয়নিউজ