জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাউজানে ৭০০ মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ১৪ ইউনিয়ন ও পৌরসভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এহসান মুরাদ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম এ মতিন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনাল ভূমি এহসান মুরাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্ল্যাহ ও অধ্যক্ষ একে এম আবদুর রশিদ।
বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু জাফর চৌধুরী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল প্রমুখ।