ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছেছে।
ভারতের নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি কোর্সে অংশ নেওয়া অফিসারদের উদ্দেশে বক্তব্যের একপর্যায়ে তিনি একথা বলেন।
শুক্রবার (১৬ আগস্ট) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোয়াজ্জেম আলী বলেন, বর্তমানে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এতটাই সৌহার্দ্যপূর্ণ যে, দুই দেশ প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর মধ্যে পারস্পরিক আস্থা পুনরুদ্ধার করেছেন ও দ্বিপাক্ষিক সম্পর্কে পরিবর্তন এনেছেন।