কয়েকদিনের ব্যবধানে কাশ্মীর সীমান্তে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৭ আগস্ট) সকালের এ সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত হন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) গুলি ও মর্টার শেল ছোঁড়ে। এতে এক ভারতীয় সেনা নিহত হন।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র দেবেন্দ্র আনন্দ বলেন, সকাল সাড়ে ৬টার দিকে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী। এ ঘটনায় ল্যান্সনায়েক সন্দীপ থাপা (৩৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন।