পাকিস্তানকে অর্থ সহায়তা কমিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান এনহ্যান্সড পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বা পেপা’র আওতায় এতদিন প্রায় সাড়ে ৪০০ কোটি ডলার অর্থ সহায়তা পেয়ে আসছিল পাকিস্তান। এখন থেকে ৪৪ কোটি ডলার কম পাবে পাকিস্তান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্প প্রশাসন নতুন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে করে চুক্তি অনুযায়ী পাকিস্তানের যে অর্থ সহায়তা পাওয়ার কথা ছিল তা আর পাচ্ছে না দেশটি।
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের তিন সপ্তাহ আগেই পাকিস্তানকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল হোয়াইট হাউস। এর আগে ২০১০ সালে দুই দেশের মধ্যে পাকিস্তান এনহ্যানসড পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়।