বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলতে বর্তমানে ঢাকায় শ্রীলঙ্কা দল। রোববার (১৮ আগস্ট) প্রথম ওয়ানডেতে সাভারের বিকেএসপি মাঠে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।
বিকেএসপিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক চারিত আসারাঙ্কা। ব্যাট করতে নেমে অধিনায়ক আসারাঙ্কা আর ওয়ানিনডু হসারাঙ্গার দারুণ ব্যাটিংয়ে ৩০৪ রানের বড় স্কোর দাঁড় করায় লঙ্কানরা। আর মাত্র ২৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ১১৮ রান। এরফলে লঙ্কানদের কাছে ১৮৬ রানের ব্যবধানে হারে টাইগার ইমার্জিং দল।
পাহাড়সম রান তাড়া করতে নেমে বাংলাদেশ সাইফ হাসান ছাড়া ব্যর্থ সবাই। দলীয় রান ৫০ পূর্ণ হওয়ার আগেই সাজঘরে ফিরে যায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। শেষ দিকে মাত্র ১৪ রানেই টাইগাররা হারায় ৫ উইকেট। উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ করেন ৫০ রান।
দলের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আফিফ হোসেনের ব্যাট থেকে। আফিফ করেন মাত্র ১৯ রান। ১০৪ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন মহিদুল ইসলাম। আর এরপর স্কোর বোর্ডে মাত্র ১৪ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফিরে যান বাকি চার ব্যাটসম্যান।
এর আগে টাইগারদের হয়ে শহিদুল ইসলাম আর শফিকুল ইসলাম দুইটি করে উইকেট নেয়। আফিফ, ইয়াসিন আর আমিনুল একটি করে উইকেট নেন।
সিরিজের দ্বিতীয় ওডিআই অনুষ্ঠিত হবে ২১ আগস্ট সাভারের বিকেএসপি মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়।