হাটহাজারী উপজেলার কলেজ গেইট এলাকায় একটি দোকানে লুটপাটের ঘটনায় চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালতে এ মামলাটি দায়ের করা হয়।
ভুক্তভোগী মামুনুর রশীদের পক্ষে মামলাটি দায়ের করেন জাবেদ আনোয়ার। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন মনির আহম্মদের পুত্র আবু হুরায়রা, মোঃ সোলায়মানের পুত্র মোঃ ইসমাইল, আব্দুল জলিলের পুত্র জামাল উদ্দিন ও মোঃ মুনু’র পুত্র মোঃ তৈয়ব।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মহসিন জানান, গত ৬ সেপ্টেম্বর হাটহাজারী কলেজ গেইট এলাকায় মেট্রিক্স সলিউশন নামে একটি আইটি প্রতিষ্ঠানের মালামাল লুট হয়। এ সময় আসামিরা কম্পিউটার দোকানটি থেকে ৬৪ লক্ষ ৭৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয় লোকজনের সামনেই এ লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালতে ফৌজদারী মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার জন্য নির্দেশ দেন।
জয়নিউজ/এফও/জেডএইচ