২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসকে স্মরণ করে কালো পতাকা মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। এসময় হামলার মূল পরিকল্পনাকারীদের কুশপুত্তলিকার প্রতীকী ফাঁসি দেন তারা।
বুধবার (২১ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয় মিছিলটি।
পরে দুটি কুশপুত্তলিকার ফাঁসি দেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এসময় চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্যই কাজ করে যাওয়া যেন বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আর শেখ হাসিনার অপরাধ! ১৯৭১ সাল থেকে ২০১৯ পর্যন্ত ২৪ বার হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে।
তিনি আরো বলেন, রাজপথে লড়াই করে ছাত্রলীগ এর বিচার আদায় করে ছাড়বে।
সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সাঈদুল হক সাঈদ ও সায়ন দাশগুপ্ত। এতে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেয়৷