২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে যুব জনতা সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটি।
বুধবার (২১ আগস্ট) সকালে হযরত শাহ আমানত শাহ (র.) মাজারে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব জনতা সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া মাহফিলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও জননেত্রী দেশরন্ত শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি আবদুল মান্নান ফেরদৌস বলেন, ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনাটি একেবারেই অকল্পনীয়। রাজনীতিতে যে বিশাল ঘুনপোকা ধরেছিল। তারই বহিঃপ্রকাশ ঘটেছিল এ ঘটনা। রাষ্ট্র কিভাবে প্রতিপক্ষ রাজনীতিবিদদের উপর দমন নিপীড়ন চালাতে পারে তার নজিরবিহীন প্রমাণ সেদিন সৃষ্টি করেছিল তৎকালীন সরকার। যার নেতৃত্বে ছিল আক্ষরিক অর্থেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ও আন্তর্জাতিক সন্ত্রাসী খুনী তারেক রহমান।
সভায় ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের অবিলম্বে সাজা কার্যকর করার দাবি জানান তিনি।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংঠনের সভাপতি আবদুল মান্নান ফেরদৌস, সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন তালুকদার, সাবেক ছাত্রনেতা ভিপি ইউনুছ, মীর আবদুর রহমান মামুন, আবু নাছের, মাহবুবুর রহমান, মাহবুবুল আলম, দিদারুল আলম দিদার, হাজী হাসান মুন্না, ফরিদ আহমদ, গিয়াস উদ্দিন, জালাল আহমদ দুলাল, হেলাল উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, আবদুল হামিদ নয়ন, মাসুদ আকবরী, আকতার হামিদ, জাহেদুল আলম শিপন, পেয়ার মোহাম্মদ পেয়ারু, শহিদুল কাউসার, মিনহাজুল আবেদিন সায়েম,রুবায়েত হোসেন, জমির উদ্দিন, আবদুর রশিদ লোকমান, জিয়াউদ্দিন শরিফ মিজান, জাহেদুর রহমান, ফজলে হাসান চৌধুরী, মাহবুব মোর্শেদ বিপুল, এস এম নাসির উদ্দিন, মোস্তফা কামাল টিপু, মহিউদ্দিন আহমদ, আজগর আলী সর্দার, হুমায়ুন কবির হিরু, বাবুল দাশ তনয়, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, হেলাল উদ্দিন ও অ্যাড.আকতারুজ্জামান রুমেল।
এছাড়াও এতে মাকসুদ আলী, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. টিপুশীল জয়দেব, আবু ঈসা, সাজ্জাদ উল আলম, ওসমান ফারুক বিবলু, কামরান চৌধুরী, এস এম ইকবাল, আলমগীর টিপু, সাহেদুল হক খোকন, ফয়সাল মিয়া, রাজিবুর রহমান, মঈন উদ্দিন তুষার, এখলাসুর রহমান, জাহেদ আহমদ, সুলতান আহমদ, জসিম মুনসুরী, ছাত্রলীগ নেতা রেজাউল আলম রনি, মোহাম্মদ কায়সার উদ্দিন, আবু সায়েম, হুমায়ুন কবির আজাদ, নাছির উদিদন কুতুবী, রিদুয়ানুল কবির সজিব, জালাল আহমদ রানা, মুবিনুল হক, আলী আজম সুজন, ইফতেখার সায়েদ সর্দার, সরওয়ার জাহান, আবু ইউসুফ মাসুদ, মাসুম সরকার, সাদ্দাম হোসেন, আরমান হোসেন, সাদমান, আবিদ, জাবেদ, আবু সায়েদ, আবরার, ফরহাদ মনি, সাহেদ আমিন, শাউন ও খায়ইস প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহজাদা শরফুদ্দিন মোহাম্মদ শওকত আলী খান শাহীন।