সরকারি প্রতিষ্ঠান তামাকমুক্ত রাখতে চিঠি দেবে চসিক

নগরের সব সরকারি প্রতিষ্ঠানকে তামাকমুক্ত রাখতে চিঠি দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

- Advertisement -

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টায় নগরভবনে তামাকমুক্ত চট্টগ্রাম তৈরির লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরির উদ্দেশে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা।

- Advertisement -google news follower

ক্যাম্পেইন ফর ট্যোবেকো ফ্রি কিডসের সহায়তায় চট্টগ্রাম সিটি করপোরেশন ও বেসরকারি সংগঠন ইপসা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মো. শামসুদ্দোহা বলেন, নগরের বিভিন্ন স্থানে তামাকের ভ্রাম্যমাণ দোকান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে অবস্থিত তামাক বিক্রয়কেন্দ্র বন্ধ করার উদ্যোগ নেবে সিটি করপোরেশন। শিক্ষক-শিক্ষার্থীদের তামাক থেকে দূরে রাখতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে এবং তামাকমুক্ত শহর তৈরির জন্য ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। এছাড়া পাবলিক প্লেসে ধূমপানের জন্য জরিমানা বৃদ্ধিরও প্রস্তাব দেন তিনি।

- Advertisement -islamibank

ইপসার উপ পরিচালক নাছিমা বানুর সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান আইন কর্মকর্তা জসিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, মেয়র একান্ত সচিব আবুল হাশেম, নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, ক্যাম্পেইন ফর ট্যোবেকো ফ্রি কিডসের গ্র্যান্টস ম্যানেজার মো. আবদুস সালাম মিয়া, কাউন্সিলর আবিদা আজাদ, কাউন্সিলর ফারজানা পারভিন, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান, অ্যান্টি ট্যোবাকো মিডিয়া অ্যালায়েন্সের সদস্য লতিফা আনসারি রুনা, শাহরিয়ার হাসান, কামরুল হুদা।

জয়নিউজ/হিমেল/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM