মহেশখালে ৮১ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরের মহেশখাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। অভিযানে চারতলা ভবনসহ ৮১টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

- Advertisement -

রোববার (২৫ আগস্ট) সকালে খালটির সুন্দরীপাড়া অংশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে ১৪টি পাকা ভবন, ১৮টি সেমিপাকা ঘর, ৩২টি টিনশেড ঘর, ১১টি কাঁচাঘর এবং ৬টি বাউন্ডারি ওয়াল।

- Advertisement -google news follower

সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করছেন। এতে জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা করছে।

চউকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমেদ মাঈনুদ্দিন জানান, পূর্বের ধারাবাহিকতায় মহেশখালে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মেগা প্রকল্প বাস্তবায়ন করতে নগরের ১৩টি খালের ওপর গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে চউক।

- Advertisement -islamibank

২০১৮ সালের ৯ এপ্রিল চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে চউকের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির আওতায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করবেন।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM