বাঁশখালীতে জাতীয় শোক দিবস পালিত

বাঁশখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

- Advertisement -

রোববার (২৫ আগস্ট) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সাহাব উদ্দিন।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ফয়সল জামিল চৌধুরী ছাকির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (অর্থ) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অসিত সেন।

- Advertisement -islamibank

এছাড়া বক্তব্য রাখেন ডা. আশরাফ আলী, কবির আহমদ, আহমদ ছফা, জয়হরি সিকদার, অ্যাডভোকেট আজিজ উদ্দিন হায়দার, নুরুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, আজিমুল ইসলাম ভেদু ও মো. সোলাইমান।

মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে মৃদুল কান্তি দত্ত, কলিম উদ্দিন, মো. জোনায়েদ ও মো. সাযেদুল ইসলাম লিটন।
জয়নিউজ/উজ্জ্বল/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM