বিএনপি সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের পর আপিল বিভাগেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়।
ফলে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলার বিচার চলতে আর কোনো আইনি বাধা থাকল না।
দুদকের করা ওই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মওদুদ। আপিল বিভাগে এ আবেদনের পক্ষে নিজেই শুনানি করেন সাবেক বিএনপি সরকারের আইনমন্ত্রী মওদুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান বলেন, রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিচারিক আদালতে এ মামলায় কার্যক্রম চলতে আর কোনো আইনি বাধা থাকল না।
সম্পদ বিবরণীতে ব্যয়ের খাত উল্লেখ, মামলার অভিযোগ গঠন চ্যালেঞ্জ, আদালত পরিবর্তন ও মামলা স্থগিত চেয়ে এর আগেও বেশ কয়েকবার আবেদন করেছিলেন মওদুদ। তাঁর সেসব আবেদনও খারিজ হয়ে যায়।