ভারতের জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত অন্তত ৪১০০ জনকে গ্রেপ্তার বা আটক করেছে নিরাপত্তা বাহিনী। এর বাইরে এ পর্যন্ত ৬০৮ জনের বিরুদ্ধে জনসুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজারের খবরে বলা হয়, আটককৃতদের উপত্যকার বাইরে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের নানা জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় পুলিশের এক কর্তার বরাত দিয়ে আনন্দবাজারের খবরে আরো বলা হয়, ধারাবাহিক এই গ্রেপ্তার অভিযান এখনও চলছে। সুতরাং গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়বে।
পুলিশের ওই কর্তা বলেন, রাজনৈতিক নেতা, হুরিয়ত নেতা, বিভিন্ন নাগরিক ও ব্যবসায়িক সংগঠনের নেতা— প্রশাসন যাদের ‘বিপজ্জনক’মনে করেছেন, তাদেরই গ্রেপ্তার করা হয়েছে।