চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দাওয়াত রেস্টুরেন্টকে ৩ লাখ ও গ্র্যান্ড সিকদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্ব এ অভিযানে চালানো হয়।
ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার জয়নিউজকে বলেন, নগরের জামালখান সড়কের দাওয়াত রেস্টুরেন্টকে ৩ লাখ ও গ্র্যান্ড সিকদার হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
‘হোটেল দুটিতে পোড়াতেলে রান্না, অস্বাস্থ্যকর পরিবেশে খাবারের উপকরণ সংরক্ষণ, রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ, বাবুর্চি ও সহকারীদের নির্ধারিত ড্রেস কোড না মানায় নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার আইনে তাদের এই জরিমানা করা হয়,’ যোগ করেন তিনি।