বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কোনোভাবেই কমছে না সবজি ও মাছের দাম। তবে বিক্রেতাদের অভিযোগ পাইকারী ব্যবসায়ীরা তাদের কাছে বেশি দামে বিক্রয় করছে।
শুক্রবার (৩০ আগস্ট) নগরের কাজির দেউড়ি, চকবাজার, রিয়াজউদ্দীন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
কাজির দেউড়ি বাজারে কাঁচাবাজারে প্রতি কেজি ঢেঁড়স ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, তিতাকরলা ৭০ টাকা, বাঁধাকপি ৭০ টাকা, বেগুন ৭০ টাকা, কাঁচামরিচ ১৪০ টাকা, কাকরল ৭৫ টাকা, বরবটি ৫০ টাকা, পটল ৩৫ টাকা, শসা ৪০ টাকা, ঝিঙা ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, মুলা শাক ২০ টাকা, লাউশাক ৩০ টাকা ও পুঁইশাক ২০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
এদিকে মাছের বাজারে প্রতি কেজি কাতাল ৪৬০ টাকা, পাঙ্গাস ১৫০ টাকা, রুই ৩৮০ টাকা, কৈ ২৫০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা ও ইলিশ (এক কেজি ওজনের)১২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৩০ টাকা, দেশি মুরগি ৩৩০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গরুর মাংস ৫৫০ টাকা এবং খাসির মাংস ৮৫০ টাকায় দরে বিক্রি হচ্ছে।