ভারতের আসাম রাজ্যের নাগরিকপঞ্জি বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত এই নাগরিকপঞ্জিতে নাম নেই আসামে বসবাসত ১৯ লাখ মানুষের।
অবৈধ অনুপ্রবেশকারীদের বাতিল ও বৈধ নাগরিকদের চিহ্নিত করার লক্ষ্যে নতুন করে এই নাগরিকপঞ্জি প্রকাশ করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখের মধ্যে একটি বড় অংশই মুসলিম বলে ধারণা করা হচ্ছে।
আসাম রাজ্য সরকার জানিয়েছে, এনআরসিতে নাম না থাকলেই নাগরিকত্ব বাতিল কিংবা বন্দিশিবিরে নেওয়া হবে না।
রাজ্যজুড়ে ট্রাইব্যুনাল গড়ে তুলে তালিকায় যাদের নাম নেই, তাদের ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়েছে ১২০ দিনের মধ্যে। ট্রাইব্যুনালে মামলায় হেরে গেলে হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগও রয়েছে।