রানাঘাট জংশন রেলস্টেশনে বসে লতা মঙ্গেশকারের একটি গান গেয়ে ভারতজুড়ে পরিচিত লাভ করেন রানু মারিয়া মন্ডল। যিনি বর্তমানে বলিউডেও কাজ করছেন। এমকি তাঁর গান শুনে অনেকে তাঁকে বিখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকারের সাথেও তুলনা করে ফেলেছেন।
আর এনিয়ে অবশেষে মুখ খুললেন লতা মঙ্গেশকর। সম্প্রতি আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর রানুকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার নাম ও কাজের জন্য কারোর ভালো হলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। গান শেখার প্রথম দিন থেকেই ভারতের সবাই লতা মঙ্গেশকর হতে চায়।
তিনি আরো বলেন, নকল করে বেশিদিন সাফল্য ধরে রাখা যায় না। আমার, কিশোরদা, রফি সাব, মুকেশ ভাইয়া বা আশা ভোঁসলের গান গেয়ে স্বল্পসময়রে জন্য অনকেইে নজির গড়ছিলেন। কিন্তু তাদের সাফল্য ক্ষণস্থায়ী ছিল’।
জয়নিউজ/আরএস/পিডি