জিম্বাবুয়ের সাবেক প্রধানমন্ত্রী রবার্ট মুগাবে সিঙ্গাপুরের একটি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (৯৫) বছর।
শুক্রবার (৬ সেপ্টেস্বর) সকালে তাঁর মৃত্যু হয়।
১৯৮০ সাল থেকে দুই মেয়াদে প্রায় ৩৭ বছর শাসন করেছেন জিম্বাবুয়ের প্রথম নেতা রবার্ট মুগাবে। দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দুই পদেই দায়িত্ব পালন করেছেন আলোচিত এ নেতা। ২০১৭ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুগাবে সরকারের পতন ঘটে।
এদিকে মুগাবের মৃত্যুর খবর জানিয়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়া এক টুইটে বলেন, গভীর শোকের সঙ্গে জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মৃত্যুসংবাদ আমাকে জানাতে হচ্ছে।
জয়নিউজ/পার্থ