রাউজানে আবারও খালে বিষ দিয়েছে দুষ্কৃতিকারীরা

রাউজানের বেরুলিয়া খালের মধ্যে বিষ প্রয়োগ করেছে দুষ্কৃতিকারীরা। খালের পানিতে বিষ প্রয়োগ করার পর খালে থাকা মাছ মরে পানিতে ভাসতে থাকে।

- Advertisement -

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)রাতে এ বিষ প্রয়োগ করে দুষ্কৃতিকারীরা।

- Advertisement -google news follower

স্থানীয় লোকজন জানায়, দুষ্কৃতিকারীরা খালের পানিতে বিষ ঢেলে দেয়। এরপর ভেসে উঠা মরা মাছ ধরে নিয়ে যায় বাজারে বিক্রি করতে।

শুক্রবারও (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে পানিতে ভেসে উঠা মরা মাছ। এলাকার কিছু লোকজন এসব মাছ ধরে নিয়ে যায়।

- Advertisement -islamibank

জানা যায়, কয়েকদিন আগে রাউজানের সাপলঙ্গা, ঢেউয়াপাড়া, জলিলনগর বাস স্টেশনস, হাজীপাড়া ও লেলাঙ্গারা এলাকায় খাসখালী খালের মধ্যেও দৃষ্কৃতিকারীরা বিষ প্রয়োগ করে।

দুষ্কৃতিকারীরা খাসখালী খালের মধ্যে বিষ প্রয়োগ করে নিধন করা মাছও বাজারে নিয়ে বিক্রি করে বলে স্থানীয়রা অভিযোগ করে।
এ ব্যাপারে কথা বলতে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের মোবাইলে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM