পরিবহন নৈরাজ্য বন্ধের দাবি চবিসাসের

চবি করেসপন্ডেন্ট:  পরিবহন ব্যবস্থায় নৈরাজ্য বন্ধে পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সমিতির সহ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সমিতির সভাপতি সৈয়দ বাইজিদ ইমন, ছাত্রলীগের সাবেক  সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সমিতির প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক জোবায়ের চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ এইচ রাকিব এবং সদস্য জাহেদুল ইসলাম সবুজ প্রমুখ।

- Advertisement -google news follower

বক্তারা বলেন, এমনিতেই শাটলের বগি সংখ্যা কম, তারওপর উটকো ঝামেলা মালবাহী বগি।  রেলওয়ে কর্তৃপক্ষ যেন আমাদের পণ্য হিসেবে গণ্য করছে। তারা যাত্রীবাহী বগির বদলে মালবাহী বগি দিয়ে দিচ্ছে। তাছাড়া চবির রেললাইন সংস্কারের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ৩ নং রুটে চলাচলকারী সকল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে। তারা বলেন, সাংবাদিকদের দাবি দাওয়া শুধুমাত্র সাংবাদিক সমিতির সদস্যদের নয়, বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীর দাবি। ছাত্রসংগঠনগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান করেন তারা।

- Advertisement -islamibank

এনএআর/ বিপি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM