উখিয়ার গহীন অরণ্যে অস্ত্র উদ্ধার

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গহীন অরণ্যে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গোলাবারুদসহ বিপুল সামরিক বাহিনীর মতো পোশাক উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

- Advertisement -

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

- Advertisement -google news follower

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, উপজেলার দুর্গম এলাকা হলদিয়া ইউনিয়নের বড়বিল গ্রামটি অনেকটা সন্ত্রাসীদের আস্তানা হিসেবে খ্যাত। বিশেষ করে এলাকাটি পার্বত্য অঞ্চলের নিকটবর্তী হওয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের বিচরণ ছিল এ গ্রামে।

স্থানীয়দের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়ি অঞ্চলের বাঁশঝাড়ের ভেতরে মাটিকে পুঁতে রাখা অবস্থায় চারটি অস্ত্র, কার্তুজ রাইফেল চারটি, দেশীয় অস্ত্রের কার্তুজ দুটি, আনসার পোশাক তিনসেট, সামরিক বাহিনীর পোশাকের ন্যায় দুইসেট, আনসার ক্যাপ চারটি, বেল্ট একজোড়া, পিটি শো একজোড়া ও তিনজোড়া মোজা উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

ওসি আবুল মনসুর আরও জানান, এ ঘটনায় সন্ত্রাসীদের আটক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM