রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান, সমাজসেবী ও জননেতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪৭তম মৃত্যুবার্ষিকী আগামী সোমবার (৯ সেপ্টেম্বর)।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে রাউজানের গহিরা গ্রামে মরহুমের নিজবাড়িতে মসজিদে পবিত্র খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীস্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া ডাবুয়া হিংগলা এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদলপুর ইসলামিয়া নতুন পাড়া এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গুজরা সাতবাড়িয়া এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গহিরা সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াজিষপুর সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া ইয়াছিন শাহ্ কলেজ এ কে এম ফজলুল কবির চৌধুরী হল, মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়াম হল, মাধ্যম ফতেহ নগর সাজেদা কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, রাউজানের হলদিয়া আমির হাটে সাজেদা কবির চৌধুরী পাঠাগার, মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী প্রতিষ্ঠিত রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ, রাউজান উপজেলা গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি, গহিরা সাজেদা কবির কমিউনিটি ক্লিনিক, গহিরা সাজেদা কবির চৌধুরী ফোরকানিয়া মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পৃথকভাবে দিনটি উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ১০ম জাতীয় সংসদ সদস্য এবং রলেওয় েমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ছেলে।