৩০ রানে কোনো উইকেট না হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

জয়ের জন্য ৩৯৮ রানের বড় লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এ রির্পোট লেখা পর্যন্ত লিটন দাস ও সাদমান ইসলামের ব্যাটের উপর ভর করে ৯ ওভারে ৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

- Advertisement -

এর আগে বৃষ্টির কারণে ২ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে শুরু হয় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার চট্টগ্রা্ম টেস্টের চতুর্থ দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান অলআউট হয় ২৬০ রানে। শেষ দুটি উইকেটের একটি রানআউট এবং একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

- Advertisement -google news follower

এর আগে গতকালের সঙ্গে আরও ২৩ রান যোগ করে আফগান ব্যাটসম্যানরা। সবমিলিয়ে আফগানদের লিড দাঁড়ায় ৩৯৭ রান।

প্রায় পৌনে ১২টায় খেলা শুরু হওয়ায় প্রথম সেশন শেষ হয় ১টায়। অর্থাৎ ১ ঘণ্টা ১০ মিনিট খেলা হওয়ার পরই হয়েছে লাঞ্চ ব্রেক। লাঞ্চ শেষে ১টা ৪০ থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশন এবং ৩টা ৫৫ মিনিট থেকে ৫টা ৪০ পর্যন্ত হবে তৃতীয় সেশন। সবমিলিয়ে আজ ৭৩ ওভার খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সেটা নির্ভর করছে আলো কতক্ষণ থাকে এর ওপর।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM