শুক্রবারে চট্টগ্রাম কালচারাল ফেস্টিভ্যাল

নগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম কালচারাল ফেস্টিভ্যাল-২০১৯। শুক্রবার (৪ অক্টোবর) মহিলা সমিতির মাঠে (বাওয়া স্কুল) এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আয়োজনে সঞ্চালক থাকবেন নাসরিন ইসলাম, সাইফুল ইসলাম বাবু, শেখ শওকত ইকবাল, শাওন পান্থ, আঁখি মজুমদার, স্মীতা চৌধুরী ও ওসাবের শাহ।

- Advertisement -google news follower

ইন্দো-বাংলাদেশ মিডিয়া হাউস ‘উষানিক মিডিয়া’ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ‘এ্যাক্ট প্লাসে’র উদ্যাগে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের ৪টি ফ্যাশন গ্রুমিং স্কুল এবং ১০টি নৃত্য একাডেমির প্রায় দেড়শতাধিক শিল্পী অংশগ্রহণ করবেন।

আয়োজনে সম্পৃক্ত হচ্ছেন চট্টগ্রামের শিশুরাজ্য খ্যাত নামের স্কুল চট্টলকুড়ি, উইন্ডোস মাল্টিমিডিয়া, কালার কাস্ট, প্রমোট একাডেমি, স্টার কেয়ার। এছড়া অনন্যা বড়ুয়ার প্রাপন একাডেমি, সঞ্চিতা দত্ত দেবীর নটরাজ একাডেমি, শুভ্রা সেনের স্কুল অব অরিয়েন্টাল ড্যান্স একাডেমি, স্বপন বড়ুয়ার সঞ্চারী নৃত্যুকলা একাডেমি, স্বপন দাশের গুঞ্জন একাডেমি, হিল্লোল দাসের সুরঞ্জন বিদ্যাপীঠ একাডেমি, রিয়া দাস চায়নার নৃত্য নিকেতন, তন্ময় বড়ুয়ার নৃত্য রং একাডেমি, প্রিয়াংকা বড়ুয়ার নৃত্যরুপ একাডেমি, রিয়াংকা এবং জাহিদের ফ্রিজম ড্যান্স একাডেমি।

জয়নিউজ/হিমেল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM