সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে কেএসআরএমের কারখানা এলাকায় পিএইচপির ড্রোন উড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেএসআরএমের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কারখানা এলাকায় ড্রোন উড়াউড়ি শনাক্ত করেন কেএসআরএমের নিরাপত্তাকর্মীরা। পরে বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
কেএসআরএম বলছে, এ ঘটনা কারখানায় কর্মরত কর্মীদের জীবনের ওপর প্রভাব ফেলেছে। রোববার (৮ সেপ্টেম্বর) কেএসআরএমের সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম সীতাকুণ্ড থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, কেএসআরএমের সিকিউরিটি ইনচার্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।