দেশের একমাত্র মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ১ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার সময় হাটহাজারী উপজেলার হালদার তীরবর্তী এলাকা উত্তর মার্দাশায় অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রুহুল আমীন। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি প্রশাসন।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রুহুল আমীন জয়নিউজকে বলেন, সরকার হালদাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার পর থেকে এখানে জাল ফেলা নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করে জাল ব্যবহারের খবর পেয়ে অভিযান পারিচালনা করি।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও রুহুল আমিন।