দরবারে আলীয়া গাউছিয়া নাছের ভাণ্ডার ও গাউছিয়া সাইফিয়া কমিটির উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাওলানা শাহছুফি সৈয়দ সাইফুল ইসলাম (মাজিআ)। উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আমিন মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী।
এতে প্রধান অতিথি ছিলেন সামারা গ্রুপ অব কোম্পানির এমডি শাহজাদা সৈয়দ রাশেদুল আলম (মাজিআ)। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি আব্দুস ছালাম বিপ্লবী, বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ আরিফুল ইসলাম (মাজিআ), মুহাম্মদ নুরুল আবছার, মর্তুজা আলী ও মুফতি ছালেহ সুফিয়ান ফরহাদাবাদী।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান, মাহমুদুর রহমান বাবু, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ শাহাব উদ্দিন, খলিফা আব্দুল আওয়াল, খলিফা মিজানুর রহমান, মোহাম্মদ মামুন, মোহাম্মদ মামুন, মো. কামাল, মো. কালাম, খলিফা মাসুদ মিয়া, খলিফা আব্দুস ছালাম, খলিফা মো. বাবুল (বাগড়া), খলিফা মোহাম্মদ বাবুল (আমড়াতলী), খলিফা মো. উজ্জ্বল, খলিফা মো. খলিল, মো. আল আমীন ও মো. খোকন প্রমুখ।
এতে প্রধান অতিথি বলেন, আহলে বায়াতের প্রতি ভালোবাসা প্রদর্শন, তাঁদের প্রতি শর্তহীন আনুগত্যই ঈমানের দাবি। তাঁদের প্রতি অকুণ্ঠ মহব্বত পোষণ ছাড়া কখনো পরিপূর্ণ ঈমানদার ও জান্নাতের ভাগিদার হওয়া যাবে না। তাই উম্মতে মোহাম্মদীর ঘরে ঘরে আহলে বায়াতের প্রেম প্রতিষ্ঠা করতে হবে। আর আহলে বায়াতের উত্তম আদর্শ হচ্ছে সালাত এবং ধৈর্য্য।