বান্দরবানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডমাচিং মারমা বেবী (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী। এনিয়ে বান্দরবানে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সাংবাদিক ও নিহতের স্বজন শৈ হ্লা চিং মারমা জানান, ১০ সেপ্টেম্বর রুমা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে পরীক্ষায় ডেমেচিংয়ের ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।
জয়নিউজ/পিডি