বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে একটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। ওই জাহাজে ১২ জন নাবিক ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর ৫টি জাহাজ ও কোস্টগার্ড তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে নূর শিপিং লাইনের মালিকাধীন হীরা পর্বত-৮ নামে ওই লাইটারেজ জাহাজটি ডুবে যায়। এ জাহাজটি কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার মিরপুরে যাচ্ছিল।
নূর শিপিং লাইনের সত্বাধিকারী ইমদাদুল হক জয়নিউজকে বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আমরা জানতে পারি ঘটনাটি। জাহাজটি কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার মিরপুরে আসছিল। আমরা যোগাযোগের এখনো চেষ্টা করছি।
জয়নিউজ/পিডি