ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ছাত্র-সংসদের সমাজ কল্যাণ সম্পাদক শহীদ আবুল কাশেমের ১৮ তম শাহাদাত বাষির্কীতে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১ টায় হযরত গরীবউল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ইলিয়াছ উদ্দীন, ছাত্রলীগ নেতা রাকিব হায়দার, শাহাদাত হোসেন হীরা, ইমামা হোসেন ইমন, আব্দুল হাকিম ফয়সাল, সোহেল বড়ুয়া, আবু সাঈদ মুন্না, ওমর গণি, তানিম ইসলাম, সাগর দাশ, জয়তু দে, সাজ্জাদ হোসেন রিয়াদ, আজিমুল হক রাহী, সাইফুল ইসলাম, সবুজ শীল জয়, ওমর ফারুক ইমন, আমিনুল ইসলাম রোহান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কলেজ প্রাঙ্গণে কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বাদ জোহর কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
প্রসঙ্গত, ২০০১ সালের ১২ সেপ্টেম্বর রাত পৌনে ১০টায় নগরের জিইসি মোড়ে (বর্তমান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়) নিজ দোকানে বিএনপি-জামায়াত শিবিরের ব্রাশফায়ারে নির্মমভাবে নিহত হন তৎকালীন ছাত্রলীগ নেতা আবুল কাশেম। তবে দীর্ঘ ১৮ বছরেও আবুল কাশেম হত্যার বিচার এখনো হয়নি।–বিজ্ঞপ্তি
জয়নিউজ/পিডি