শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ মহানগর আওতাধীন কলেজ, থানা ও ওয়ার্ড সমূহের উদ্যোগে আলোচনা সভা ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নগরের মোমিন রোডের একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সহসভাপতি রেজাউল আলম রনি।
নগর ছাত্রলীগের উপসম্পাদক ইমরান আলী মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, ধর্ম সম্পাদক মো. সোহেল, উপসম্পাদক ইমরান আলী মাসুদ, মুনির চৌধুরী, রাশেদুল আলম চৌধুরী, হুমায়ুন কবির আজাদ, নাছির উদ্দিন কুতুবি, অরভিন সাকিব ইভান, ওসমান গনি, কায়সার হামিদ, সৈকত দাশ, নুরুল হক মনির, বোরহান উদ্দিন গিফারী, নেওয়াজ খান, মোস্তফা কামাল ও ইফতেখার হোসেন শায়ান।
সভায় বক্তারা বলেন, ১৯৬২ তে অবৈতনিক প্রাথমিক শিক্ষা, গণমুখী শিক্ষা প্রসার, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য-বঞ্চনা নিরসন, সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সংগঠিত আন্দোলন থেকেই শিক্ষা দিবসের সূচনা।
১৯৬২ সালের আজকের এদিনে পাকিস্তান সরকারের শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো গর্জে উঠেছিল।বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে দাবি তুলেছিল একটি বৈষম্যহীন, গণমুখী শিক্ষা ব্যবস্থার। বাংলার ইতিহাসে দীর্ঘ ছাত্ররাজনীতির বণার্ঢ্য নৈতিকতার পেছনে শক্তি যুগিয়েছে আজকের এদিনটি।
আলোচনা সভা শেষে গরীব ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।